শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

লকডাউন এর পঞ্চম দিনে কঠোর অবস্থানে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন

মামুনুর রশিদ,নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ২:২৬ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জ করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরকারী বিধি-নিষেধ  মানাতে সোমবার সকাল থেকে লকডাউনের ৫ম দিনে পুলিশ,সেনাবাহিনী,  আনসার ও উপজেলা প্রসাশনকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছ। লকডাউনের সকাল থেকে উপজেলার  বিভিন্ন মোড়ে মোড়ে ও বাজার গুলোতে ছিলো উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনী প্রধান প্রধান সড়কেগুলোতে টহল দিতে দেখা গেছ। উপজেলার  ৩নং গোলাপগঞ্জ  ২নং বিনোদনগর ইউনিয়নের  নবাবগঞ্জ সদর, হরিপুর বাজার, রঘুনাথপুর বাজার, বেলতলী বাজার, ভাউজের মোড় তাহের গঞ্জ, পাঠান গঞ্জ, বিনোদনগর এসব জায়গায় ভ্রাম্যমান পরিচালনা করে ১৫টি  মামলায় ১১ হাজার ৫০০শত টাকা জরিমানা আদায় করা হয়েছে
এই দিনে উপজেলা নির্বাহী অফিসার  অনিমেষ সোম   এবং সহকারী কমিশনার (ভূমি) আল মামুন১১ হাজার ৫০০ শত টাকা আর্থিক  জরিমানা করেন।   মোট  ১৫ টি মামলায়  ১১হাজার ৫শত  টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়াও উপস্হিত  ছিলেন সেনাবাহিনীএবং উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান  নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত )শামসুল আলম
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন মাস্ক ব্যবহার করুন নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। দিনাজপুরের অবস্থা খুবই আশঙ্কাজনক তাই অযথা ঘোরাঘুরি করবেন না সরকারী নির্দেশনা মেনে চলুন।নিজে বাঁচুন দেশকে বাঁচান। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর