শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ই-পেপার

সলঙ্গার বৃহত্তম গরুর হাট বসতে দেয়নি প্রশাসন

কে,এম আল আমিন, সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ

আজ সোমবার সিরাজগঞ্জের সলঙ্গায় বৃহত্তম গরুর হাট বসতে দেওয়া হয়নি। সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ও সেনাবাহিনীর সহযোগিতায় সলংগা থানা পুলিশ হাটের বিভিন্ন প্রবেশ পথ বন্ধ করে দেয়।
ঢুকতে দেওয়া হয়নি কোন গরু বা গরু বহনকারী কোন গাড়ী। প্রতি সোমবারে সলংগা গরুর হাটে অন্ততঃ ২-৩ হাজার গরু বেচাকেনা হয়।

এসব গরু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। কোরবানী ঈদের সামনে গরুর হাট বন্ধ হওয়ায় এ অঞ্চলের গরু মালিক ও ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সরকারি নির্দেশনার আলোকে করোনা সংক্রমণ প্রতিরোধে সলংগায় গরুর হাট বসতে দেওয়া হয়নি। সকাল থেকেই হাটে প্রবেশের সকল পথে পুলিশ পাহারা বসানো হয়েছে। এতে সহযোগিতা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ।

প্রতি সোমবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা অবধি এখানে গরুর হাট বসে থাকে। কোরবানীর আগে এই হাট চলে রাত ১০-১১টা পর্যন্ত। স্থানীয় গরু ব্যবসায়ীদের সমস্যা হলেও সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাদেরকে এই হাট বন্ধ করতে হয়েছে বলে জানান ওসি।

এদিকে স্থানীয় গরু ব্যবসায়ী সলংগার গোঁজা গ্রামের আকমল হোসেন, আব্দুর রহিম এবং নলকা ইউনিয়নের বোয়ালিয়ার চরের আব্দুল গফুর ও আব্দুল লতিফ জানান, তারা প্রায় ৬ মাস আগে থেকে তাদের ষাঁড়গুলোকে উপযুক্ত খাবার ও ওষুধ দিয়ে কোরবানীর পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। সোমবার সলংগা হাটে তাদের ষাঁড়গুলো তোলার কথা ছিল।
কিন্তু সরকার হাট বসতে না দেয়ায় তাদেরকে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। লকডাউন আবারো বাড়িয়ে দেওয়ায় এলাকায় আগামীতেও কোথাও গরুর হাট বসার সম্ভবনা নেই। এ অবস্থায় চরম বিপদের মধ্যে রয়েছেন তারা।

সলংগা গরুর হাটের ইজারাদার ইকবাল হোসেন জানান,সরকারি নির্দেশনা বাস্তবায়নে হাট কর্তৃপক্ষ আগের দিন এলাকায় মাইকিং করেছেন।যেন গরুর মালিক বা ব্যবসায়ীরা হাটে গরু বিক্রি করতে না আসেন। কোরবানী ঈদের আগে সলংগা গরুর হাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তাদের ভালো আয় হয়। অথচ সোমবার হাট বসতে না দেওয়ায় ইজারাদার হিসেবে তার অন্ততঃ ১০ লাখ টাকার ক্ষতি হলো। একই সঙ্গে চরম সমস্যায় পড়লেন কয়েক’শ গরু মালিক ও ব্যবসায়ী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর