শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে লকডাউন অমান্য করায় ৪৯৯ জনকে জরিমানা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ

কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশালে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃক্সখলাবাহিনী। একইসাথে জেলা ও উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছেন। গত চারদিনে জেলায় ৪৯৯ জনের কাছ থেকে ৭ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালে কঠোর লকডাউন অমান্য করায় সর্বশেষ ৪ জুলাই জেলায় ২১টি মোবাইলকোর্টে ১৫০টি মামলায় ১৫০ জনের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যারমধ্যে নগরীতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পরিচালিত ছয়টি মোবাইল কোর্টে ৪৬ জন ব্যক্তির কাছ থেকে ৩৭ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জেলার ১০ উপজেলায় উপজেলা প্রশাসনের পরিচালিত ১৫টি মোবাইল কোর্টে ১০৪ জনের কাছ থেকে ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর