শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে করোনায় কর্মহীন পরিবারের মাঝে ডিসি’র খাদ্য সামগ্রী বিতরণ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১, ৭:১৩ অপরাহ্ণ

চলমান কঠোর লকডাউনের মধ্যে সোমবার বেলা ১২টার দিকে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নগরীর অফিসার্স ক্লাব মাঠে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নগরীর আরও ১ হাজার ৬৩৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

৩৬২টি পরিবারের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ছয়টি সাবান ও ৫০০ গ্রাম সুজি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর