আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেইভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় ওয়াস আইপিসি প্রজেক্টের আওতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধকরন পানির ফিল্টার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বিশুদ্ধকরন পানির ফিল্টার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সেইভ দ্যা চিলড্রেন এর ওয়াস আইপিসি প্রজেক্টের সিনিয়র কর্মকর্তা বিপ্লব হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকেরা।
সেইভ দ্যা চিলড্রেন এর ওয়াস আইপিসি প্রজেক্টের সিনিয়র কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, ৭০ হাজার টাকা ব্যয়ে ওয়াটার ফিউরিফাই রিভার ওসমোসিস (আরও) ওয়াস আইপিসি প্রজেক্টের মাধ্যমে বিশুদ্ধকরন পানির ফিল্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে স্থাপন করা হয়। এখান থেকে প্রতি ঘন্টায় ৩০ লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি রোগীরা ব্যবহার করতে পারবেন।
#চলনবিলের আলো / আপন