শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ই-পেপার

রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে শ্রমিক ও পথচারীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১, ৪:০৭ অপরাহ্ণ

“জীবনকে ভাল বাসুন, মাদক থেকে দুরে থাকুন“ শ্লোগান নিয়ে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব এর বিস্তারিত ছবি সংবলিত স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ বৈশি^ক মহামারী করোনাকালিন দেশব্যাপী মাদক বিরোধী সচেতনতামুলক প্রচারনা ও জনসাধারনের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের অংশ হিসাবে আজ ৫ জুলাই সোমবার রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুর বিজয় সরণী এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় রাজবাড়ী স-মিলের শ্রমিক, পথচারী ও দোকানদারদের মধ্যে বিনামূল্যে দুইশতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালিন উপ পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, “একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট’। মাদক বর্জন করুন সুস্থ জীবন গড়ন। লকডাউন চলাকালিন করোনার মধ্যে ঘরে থাকুন এবং হ্যান্ড স্যানেটাইজার নিতে আসা শ্রমিক, পথচারী ও দোকানদারদের স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয় আয়োজিত মাদক বিরোধী সচেতনতামুলক পথসভা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালিন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর