ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ সময় অতি উৎসাহী কিছু ব্যক্তি মাস্কবিহীন অবস্থায় রাস্তায় বের হওয়ায় এবং দোকানপাট খোলা রাখায় জরিমানা করা হয়।
লকডাউনের ৫ম দিন ৫ জুলাই (সোমবার) সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে নামে। এ সময় কিছু সংখ্যক অতি উৎসাহী ব্যক্তি মাস্কবিহীন অবস্থায় রাস্তায় বের হওয়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজার, সেনিহারী বাজার ও আখানগর বাজার এলাকায় আইন অমান্য কারীদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসিব-উল-আহসান। এ সময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন