বরিশালের গৌরনদী ও উজিরপুর উপজেলায় র্যাবের পৃথক অভিযানে ১২০৭পিচ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার।
বরিশাল র্যাব-৮সূত্রে জানা গেছে শনিবার রাতে গৌরনদীর উপজেলার তারাকুপি গ্রামের মৃত আলী চাপরাশীর ছেলে শাহ আলম চাপরাশীর বাড়িতে মাদক বিক্রির গোপন সংবাদে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭৫৩পিস ইয়াবাসহ শাহ আলম চাপরাশীকে প্রেফতার করে।
অন্যদিকে উজিরপুর থানার মুন্সির তাল্লুক টাকাবাড়ি স্টিল ব্রীজের পশ্চিম পাশে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মশাং গ্রামের মুজিবুর শেখের পুত্র রুবেল শেখ (২২) ও গনেশ রায়ের পুত্র প্রফুল্ল রায়কে (২৫) ৪৫৪পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪২০ টাকাসহ গ্রেফতার করে।
এঘটনায় বরিশাল র্যাব বাদি হয়ে গৌরনদী ও উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে।
#চলনবিলের আলো / আপন