শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ই-পেপার

নগদা শিমলা ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে নাঃ চেয়ারম্যান প্রার্থী নূরু

নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১, ৭:৪১ অপরাহ্ণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলমান লকডাউনে কর্মহীন হয়ে বিপাকে পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষ। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এ দেশে আর কেউ না খেয়ে থাকবে না ।
শনিবার বিকাল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু) নিয়ে লকডাউনে অসহায় ২টি পরিবারের মাঝে নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ  নুরুল ইসলাম নুরু ছুটে গেলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জামতৈল পশ্চিমপাড়া গ্রামে, এছাড়া সোনাআনা মন্ডল মোড় থেকে ঝাওয়াইল বাজারে যাওয়ার পাকা রাস্তার একটি স্থানে ভেঙ্গে যাওয়ায় চলাচলে সমস্যার সৃষ্টি হয়,  উক্ত স্থানে এলাকাবাসীর উদ্যাগে প্যারাসেটিং করে সংস্কার করায় অর্থ সহায়তা প্রদান ও মাস্ক বিতরন করার পাশাপাশি অপ্রয়োজনে আড্ডা ও ঘরের বাইরে না আসার অনুরোধ জানান তিনি ।
এসময় অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ দুলাল উদ্দিন, ছাত্রলীগের মাসুদ পারভেজ রুবেল, জামতৈল চাকদহপাড় মসজিদের ইমাম তার সাথে ছিলেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম নুরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না, চলমান লকডাউন কারো জরুরী খাদ্য সহায়তার দরকার হলে সরকার ঘোষিত হটলাইন নাম্বারে যোগাযোগ করে খাদ্য পেতে পারেন, আমার রাজনৈতিক অভিভাবক এমপি ছোট মনির সাহেবের দেখানো পথ অনুসরণ করে বলতে চাই, নগদা শিমলা ইউনিয়নের কেউ জরুরী খাদ্য সহায়তার জন্য আমার সাথে যোগাযোগ করলে, যাচাই-বাছাই শেষে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা পৌঁছে দিবো ।নগদা শিমলা ইউনিয়নের কেউ না খেয়ে থাকবে না। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর