মোহাম্মদ জিয়াঃ কক্সবাজার জেলা প্রতিনিধি:
নিজের জীবনের মায়া ত্যাগ করে করোনায় মৃত্যু বরণকারী রামু উপজেলার ব্যাংকার আরমানের লাশ বৃষ্টিতে ভিজে রাত ১১.৩০ মিনিট নিজ হাতে নামিয়ে দাফন কাফনের কাজ করলেন রামু-কক্সবাজার আসনের মাননীয় এমপি সাইমুম সরওয়ার কমল। করোনা মহামারিতে মানুষ যখন নিজ সন্তান কে, সন্তান পিতা মাতা কে, হাসপাতালের বেডে বা বাসায় রেখে করোনা সনাক্ত হওয়ার কথা শুনা মাত্রই পালিয়ে যাচ্ছে। সেখানে করোনা প্রাদুর্ভাবের পর থেকে মাঠে দেখছি আমাদের কক্সবাজার -৩ আসনের সর্বজন শ্রদ্ধেয় সাংসদ জনাব সাইমুম সরওয়ার কমল এমপি ভাই কে।
যিনি নিরলসভাবে মানব সেবাই নিজের জীবন বাজি রেখে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন কখনো হাসপাতালে, কখনো করোনা রোগীর বাসায় খাবার নিয়ে আবার কখনো জীবনযুদ্ধে হারিয়ে যাওয়া শহীদ বীরযোদ্ধাদের জানাজায়।গতকাল বৃষ্টিতে ভিজে ব্যাংকার আরমান ভাইয়ের জানাজায় উপস্থিতি কেবল একটি দৃষ্ঠান্ত বটে। সবাইকে এমপি সাইমুম সরওয়ার কমল ভাই থেকে রাজনীতি শিখতে হবে। সবার প্রতি অনুরোধ মানবতা শিখতে হলে এমপি কমল ভাইয়ের কাজ থেকে শিখুন। আপনার মত সাংসদ আমার চোখে আর পড়েনি। অন্যরা আপনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে।
আপনি সত্যিই প্রয়াত সাংসদও রাষ্ট্রদুত জনাব ওসমান সরওয়ার আলম চৌধুরীর সুযোগ্য উত্তরসুরী। আল্লাহ আপনার এ সব ভালো কাজ কবুল করুক। কক্সবাজার-রামুবাসী গর্বিত। আপনার মত জন দরদি ও মানবসেবায় ব্রত সাংসদ পেয়ে। আপনার প্রতি অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা সাথে সব সময় নিরন্তর শুভ কামনা ও দোয়া রইল।