শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ই-পেপার

ময়মনসিংহে ৩৯টি মোবাইল কোর্ট টিম ও পুলিশের ৪০টি টহল টিম মাঠে

দিলীপ কুমার দাস ময়মনসিংহ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১, ৬:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহে রবিবার (৪ জুলাই ২০২১) কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে আছে জেলা প্রশাসনের ১৩টি এবং উপজেলায় ২৬টিসহ মোট ৩৯টি অভিযান পরিচালনাকারী মোবাইল কোর্ট টিমের সাথে পুলিশের ৪০টি টহল টিম। লকডাউনের ৪র্থ রাস্তা ঘাটে প্রশাসনের লোকজন ব্যতীত অন্য কোন লোকজন বা যান বাহন চোখে পড়েনি।

ভোর ৬ টা হতে শুরু হয়েছে এই অভিযান, চলবে রাত ১০ পর্যন্ত। রাত দশটার পর থেকে পুলিশের ৪০টি টহল টিম মাঠে থাকবে। এই মূহুর্তে শহরের বিভিন্ন অভিযান স্থলে অভিযান কার্যক্রম তদারকি করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকব একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করে। জনস্বার্থে জেলা প্রশাসন ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর