অভয়নগরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত হলেন হতদরিদ্র সোলেমান, জোহরা বেগমসহ আরও অনেকে। নওয়াপাড়া পৌরসভায় হতদরিদ্র দুস্থ সলেমান যুগ যুগ ধরে ০২ ওয়ার্ডের আমিনুর মোল্যার মেহেগুনি বাগানে অস্থায়ী ছাপড়া তুলে স্ত্রী-সন্তানাদি নিয়ে কষ্টে দিনানিপাত করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে সোলেমানের মত উপজেলার আরও অনেকে জমি ঘরের জন্য লিখিত আবেদন করলেও রহস্যজনক কারণে তাদেরকে বাদ দেওয়া হয়।
সলেমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে দরখাস্ত দিলেও আমি ঘর-জমি পেলামনা। আমার বিষয়ে সঠিক তদন্ত করা হলে জানা যাবে কিভাবে জীবন যাপন করছি।
৬নং ওয়ার্ডের জোহরা বেগম সাংবাদিকদের বলেন, আমি মিজানুরের বাড়ির এক কোনে পলিথিনের ছাপড়া তুলে বাস করছি। নেতা-কর্মীদের দ্বারস্থ হয়েও টাকা দিতে পারিনি বলে আমার কপালে ঘর-জমি জোটেনি।
স্থানীয় কাউন্সিলর মোঃ ওয়াদুদ শেখ সাংবাদিকদের বলেন, সলেমান একজন অসহায় ভূমিহীন ব্যক্তি, এটা সত্য। কেন তাকে আশ্রয়ণ-২ প্রকল্পের ২য় পর্যায়েও বাদ দেওয়া হয়েছে জানিনা।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সলেমান নামে এক ব্যক্তির দরখাস্ত পেয়েছিলাম, কেন সে তালিকা থেকে বাদ পড়েছে জানিনা।
উল্লেখ্য, সুবিধা বঞ্চিত ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে বিনামূল্যে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে যশোর জেলার অভয়নগর উপজেলায় রয়েছে ৮টি পরিবার। প্রধানমন্ত্রীর উদ্বোধনীর ঘোষনার পর অভয়নগর উপজেলার পক্ষ থেকে ৮ জন উপকারভোগীর হাতে ঘরের চাবী, জমি ও ঘরের স্থায়ী মালিকানার কাগজপত্র হস্তান্তর করা হয়।
#চলনবিলের আলো / আপন