শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আ.হালীম বেপাড়ী আর নেই-বিভিন্ন মহলের শোক প্রকাশ

ডা.এম.এ.মান্নান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ

টাংগাইলের নাগরপুর উপজেলার  দুয়াজানী কলেজ পাড়া নিবাসী মরহুম আজমত বেপাড়ীর বড় সন্তান নাগরপুর বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও আরতদার মো.আ.হালীম বেপাড়ী(৭০) ইন্তেকাল করিয়াছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি অনেক দিন যাবত  ডায়বেটিস সহ নানান জঠিল রোগে ভুগছিলেন।
 আজ শনিবার,০৩ জুলাই ২০২১ খ্রি. রাত ৯.০০ টায় নিজ বাসভবনে মারা যান।মরহুমের জানাযা নামায আগামীকাল সকাল ১০.০০ টায় দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে মরহুমের বয়স ৭০ ছিল। তিনি স্ত্রী  সহ দুই ছেলে ও দুই মেয়ে, দুই ভাই, চার বোন,এক চাচা, ভাগ্নে, বাতিজা সহ অসংখক শুভাকাঙ্ক্ষী ও আত্বীয়স্বজন রেখে গেছেন।
মো.আ.হালীম বেপাড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমেরর জন্য দোয়া প্রার্থনা করেছেন দুয়াজানী কলেজ পাড়ার সকল স্তরের আত্বীয় স্বজন ও প্রতিবেশীবৃন্দ এবং নাগরপুর বাজারের মৎস্য ব্যবসায়ীবৃন্দ।
মরহুম আ.হালীমের ছোট বোনের ছেলে ডা.এম.এ.মান্নান বলেন-আমার বড় মামা অনেক দিন যাবত ডায়বেটিস সহ নানান জঠিল রোগে ভুগছিলেন।
আজ তিনি আমাদের মাঝে নেই।আমরা গ্রামবাসী গভীরভাবে শোকাহত।  মহান আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাত নসিব করেন এবং স্ত্রী, সন্তান, মেয়ে ও পরিবর্গকে শোক সইবার তৌফিক দান করেন, আমিন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর