নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজ-যুদ্ধাপরাধী-বঙ্গবন্ধুঘাতকদেরকে পৃষ্টপোষকতা দিয়ে আর দেশকে আবারো তলাবিহীন ঝুড়ি বানাবেন না। ৩ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নাবিল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, মধ্যবিত্ত-নিন্মবিত্তশ্রেণির মানুষের বাড়ি ভাড়া সমস্যার সমাধান না করে, কমপক্ষে দারিদ্রসীমার নিচে থাকার সাড়ে ৪ কোটি মানুষের খাদ্য ব্যবস্থা না করে এই লকডাউন নির্মমতার স্বাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের আগামী হাজার বছর ধরে। মাননীয় প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাজদের জালে আবদ্ধ হয়ে আরো অন্যায়-অপরাধ-দুর্নীতিকে প্রশ্রয় দেন, তাহলে দেশ ধ্বংসের কাছাকাছি চলে যাবে, যা আমরা কোনভাবেই চাই না।
#চলনবিলের আলো / আপন