অভয়নগর উপজেলায় সরকার ঘোষিত লক ডাউন চলছে। লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নে অভয়নগরে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন,আইন শৃংখলা বাহিনী, সেনাবাহিনী ও বিজিবি।
১লা জুন শুরু হওয়া এ লকডাউনে অভয়নগর উপজেলায় নওয়াপাড়া বাজারে সড়ক ও মেইন, মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে আইন শৃংখলা বাহিনীকে। সেই সাথে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার উসমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী ভুমি কমিশনার নারায়ণ চন্দ্র পাল, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ শামিম হাসান।
অভিযানের পাশাপাশি লোকজন কে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা মুলক কর্মকাণ্ড চালাতে দেখা গেছে।
লকডাউনের প্রথমদিন যানবাহন ও মানুষের চলাচল ছিলো সীমিত। অযথা ঘুরাঘুরি করা লোকজন কে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হয়।
সমাজের বিশিষ্ট লোকজন এই ধরনের অভিযান কে সাধুবাদ জানিয়েছে “ ইস্থানীয় একব্যক্তি বলেন প্রশাসনের এমন কড়াকড়ি পদক্ষেপ থাকলে করোনাভাইরাস সংক্রমণ রোধ করা সম্ভব হবে।
#চলনবিলের আলো / আপন