রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকায় বিয়ের ১৪ বছর পর গর্ভধারণ করে এই ফুটফুটে শিশুটির জন্ম দিয়েছেন মা (ফাতেমা শিপলা ফাইন)
কিন্তু শিশু জন্ম দানের মাত্র ১১ দিন পরে করোনায় আক্রান্ত হয়ে মা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই নারীর নাম ফাতেমা শিপলা ফাইন। গত বৃহস্পতিবার সকাল ৮টা ৩০মিনিটের দিকে তিনি মারা যান।
তিনি নগরীর মেহেরচন্ডী এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। সাইফুল ইসলাম নগরীর মডেল হাসপাতালের একজন কর্মকতা।সন্তানের জন্য স্ত্রীকে তিনি বাংলাদেশ সহ ভারতের ব্যাংগালোরে চিকিৎসা করান।
দীর্ঘ প্রতিক্ষার পরে আল্লাহ একটি সন্তানের মুখ দেখালেও হারালেন প্রিয়তমা স্ত্রী ফাতিমা শিপলা ফাইনকে । ফাতেমা শিপলা ফাইন গত দুদিন আগে করোনা পজেটিভ আসে। এরপর গুরুতর অসুস্থ হলে গতকাল সকালে শ্বাসকস্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সকাল ৮টা ৩০ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পারী জমান।
#চলনবিলের আলো / আপন