বরিশালের আগৈলঝাড়ায় মাথায় অতিরিক্তি বোঝা বহনের কারনে ঘার ভেঙ্গে এক শ্রমিক নিহত হয়েছেন।নিহত শ্রমিক রমেন বিশ্বাস (৩৫) আগৈলঝাড়া উপজেলার পার্শবর্তি কোটালীপাড়া উপজেলার নৈয়ারপাড় গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী আলো রানী জানান, শুক্রবার সকালে তার স্বামী মাথায় অতিরিক্ত ধান বোঝাই করে মিলে নেয়ার সময়ে কাদায় পা পিছলে পড়ে গিয়ে তার ঘার ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আল মামুন রমেনকে মৃত ঘোষণা করেন।
#চলনবিলের আলো / আপন