শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে প্রশাসন রাস্তাঘাট নিমিষে ফাঁকা

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ১২:৫১ অপরাহ্ণ

করোনা মহামারির সংক্রমণ ঠেকাতে  সারাদেশের ন্যায়  ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নেমেছে প্রশাসন।দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সঙ্গে  পুলিশ ,সেনাবাহিনী, বিজিবি ও  আনসার সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির পর জেলা প্রশাসিনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগনের নেতৃত্বে পুলিশ,বিজিবি ও সেনাবাহিনীর গাড়ি টহল শুরু করে।এতে প্রশাসনের মাইকিং উপেক্ষা করে ২/৪জন মানুষ রাস্তায় বের হওয়ায় প্রশাসনের জবাবদিহিতার মুখে পড়ে।এ অবস্থায় বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকজন কিছুক্ষনের মধ্যে ঘরে ফিরে যায়।এ অবস্থায় নিমিষে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।যারা দোকানপাট অর্ধেক সাটার খুলে বেচাকেনার প্রস্তুতি নিয়েছিল তারাও ঝাপ ফেলে দিয়ে বাড়ি ফিরে যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,মন্ত্রী পরিষদের জারিকৃত লতডাউন কার্যকরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম মাঠে রয়েছে। লকডাউনের বিধি নিষেধ অমান্য করে কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে বা জনসমাগম সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর