সারাদেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় সারাদেশের মতো বাকেরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মানতে সামাজিক সচেতনতার পাশাপাশি আদেশ অমান্য করায় অনেককে জরিমানা করা হয়।
সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন সরকারি নির্দেশনা লকডাউন বাস্তবায়নে উপজেলার বাসস্ট্যান্ড, সদর রোড, কালিগঞ্জ, মহেশপুর বাজার, নিয়ামতি বাজারসহ একাধিক বাজারে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সকলকে সামাজিক দূরত্বসহ সচেতন ও বিনা প্রয়োজনে বাহিরের না বেরোনোর জন্য আহ্বান জানিয়ে বলেন কেউ যদি সরকারের নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা হতে পারে।
বাকেরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। প্রশাসন মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা পালনের পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সেই সাথে জনসাধারণকে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মেনে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
#চলনবিলের আলো / আপন