বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লক ডাউনের প্রথম দিন বৃহস্পতিবার দিনব্যাপি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার বিভিন্ন স্থানেস্বাস্ত্রবিধি মানার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। এসময় আস্কর বাজারের গার্মেন্টস ব্যবসায়ি মহানন্দ বিশ্বাসকে ৫শ টাকা ও সাহেবেরহাট বাজারে ব্যাটারী ব্যবসায়ি নাসির সেরনিয়াবাতকে ১হাজার টাকাসহ মোট ২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১হাজার ৫শ টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম। এসময় ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ও পেশকার সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন