চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় এক বছর হয়ে গেল কোনো শুটিংয়ে দেখা যায়নি তাকে। এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন পপি। প্রতিনিয়ত ছবি এবং ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সেখানেও নেই পপি। গত বছর ২০ ডিসেম্বর সর্বশেষ একটি ভিডিও পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। আত্মীয়-বন্ধুদের সঙ্গেও তার দেখা-সাক্ষাৎ নেই। গত বছরের শেষের দিকে ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে অভিনয় শুরু করেন। এরপর আরও কয়েকটি ছবির কাজ শুরুর ঘোষণা দেন পপি। চলতি বছরের শুরুর দিকে এসে হঠাৎ করেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এই নায়িকা।
সিনেমার পরিচালকরাও যোগাযোগ করে তাকে পাচ্ছেন না।
এমনকি পপির ইস্কাটনের বাসায় খোঁজ নিয়ে নির্মাতারা জানতে পেরেছেন তিনি মা-বাবার সঙ্গেও থাকছেন না। এমনই অভিযোগ সিনেপাড়ায়। তা হলে পপি গেলেন কোথায়? সিনেপাড়ায় গুঞ্জন এক প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করে সংসার জীবনও শুরু করেছেন পপি। যদিও এই বিষয়টি নিয়ে পপি এবং তার পরিবার কোনো মন্তব্য করেনি।
তারকারা এমনিতেই প্রেম, বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন। তারকাদের ধারণা, বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্য এলে ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। পপির বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই নতুন করে গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন। এজন্য কারও সঙ্গে যোগাযোগ রাখছেন না। তাই নিজেকে আড়াল করে রেখেছেন এই অভিনেত্রী।
এর আগে গত বছরের আগস্টেও তার বিয়ের গুজব রটেছিল। তখন বিয়ের খবর সত্য নয় বলে জানিয়েছিলেন পপি। এদিকে পপির সন্তানসম্ভবা নিয়ে তার ঘনিষ্ঠজনরা বলেছিলেন সংসার জীবন আরেকটু গুছিয়ে নিয়েই সবাইকে সুখবরটি দেবেন এ চিত্রনায়িকা। শুধু তাই নয়, স্বামীর বারণেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিয়ে ও মা হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন পপি। পারিবারিক সমস্যায় আছেন তিনি। সব কিছু গুছিয়ে আগের মতো শোবিজে নিয়মিত হবেন এই নায়িকা।