শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কর্মতৎপরতা

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৫:০২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ১লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর এর নেতৃত্বে বৃহস্পতিবার উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে ব্যাপক কর্মতৎপরতা চালিয়েছেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

এই লকডাউনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে পণ্যবাহি যানবাহন ও প্যাডেল রিক্সা চলাচল করতে দেখা যায়। অন্যান্য দিনের তুলনায় সাধারন জনগণ পায়ে হেটেও গন্তব্যস্থানে পাড়ি দিতে দেখা যায়। এছাড়া সরকারি নির্দেশনা মেনেই নিত্য প্রয়োজনী খাদ্য দ্রব্যের দোকান, জরুরী সেবার আওতায় খাবার হোটেল ও ঔষধের দোকান খোলা ছিল। অপরদিকে বিলাশ বহুল সকল ধরনের শপিং মহল ও অন্যান্য দোকানপাট বন্ধ ছিল।

নান্দাইল চৌরাস্তা বাজারে প্রশাসনিক অভিযান চলাকালে সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুুবুর রহমান বাবুল, এবি সিদ্দিক খসরু, তরুন সাংবাদিক শাহজাহান ফকির ও রফিকুল ইসলাম মোড়ল উপস্থিত ছিলেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর নিয়মিত মাক্স ব্যবহার করা সহ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর