শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

কঠোর লকডাউনে ঝিনাইদহের রাস্তা ফাঁকা মোড়ে মোড়ে চেকপোস্ট

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৪:০৯ অপরাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ির মধ্যে সারা দেশের ন্যায় ঝিনাইদহে চলছে কঠোর লক ডাউনের বিধিনিষেধ।
বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই ‘সর্বাত্মক লকডাউনে’ ঝিনাইদহের রাজপথ অনেকটাই ফাঁকা।

সরকারি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি, পণ্যবাহী বাহন ছাড়া কিছু রিকশা-রিকশাভ্যান চলছে বিভিন্ন রাস্তায়। কিছু কিছু ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেলেও সংখ্যায় তা একেবারেই কম।

রাস্তার মোড়ে মোড়ে চেক পোস্ট ছাড়াও বাঁশ দিয়ে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না। সকালে শহরের মুজিব মোড়, পায়রাচত্বর, পাগলাকানাই, আরাপপুর, হামদহ, এলাকায় সেনাবাহিনীর টহলওদেখা গেছে।

বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে আছেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব মো: মজিবর রহমান, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জনাব মোর্শেদুল হাসান পিএসসি, পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সেলিম রেজা পিএিএ, অতিরিক্ত জেলা প্রশাসক আইসটি জনাব সালমা ইসলাম, জেলা আনসার ভিডিপির উপ-পরিচালক ও কমান্ড্যান্ট জনাব মো: আশিক উজ জামান, ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীনসহ প্রশাসনের পদস্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়া র‌্যাবের টহল টিম কাজ করে যাচ্ছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর