একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভায় অনুপস্থিত দশ জন চেয়ারম্যান। ঘটনাটি ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
আগামীকাল ১ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন বিষয়ে করণীয় ও দিক নির্দেশনামূলক সভা ৩০ জুলাই মঙ্গলবার সকাল এগোরােটায় উপজেলা পরিষদ হল রুম অনুষ্ঠিত হয়।
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর।
করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হলেন উপজেলার তেরটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়নের মধ্যে, সভার শুরু থেকে শেষ পর্যন্ত শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিলটন, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু ও জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ছাড়া অন্য দশটি ইউনিয়নের কোন চেয়ারম্যান উপস্থিত হননি।
চেয়ারম্যানগণ অনুপস্থিত থাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সহ সকল বক্তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
বক্তারা বলেন জনপ্রতিনিধিবৃন্দ সরকারের অংশ এমন একটি গুরুত্বপূর্ণ সভায় তাদের এমন অনুপস্থিতি দায়িত্বজ্ঞানহীন কাজ।সাধারণ মানুষ তাদের কাছ থেকে এমনটা আশা করে না।
এবিষয়ে নান্দাইল উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক জানান,আমি একটি ময়মনসিংহ আছি। এই মিটিং সম্পর্কে আমি অবগত নই।
#চলনবিলের আলো / আপন