শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১, ৬:৩৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এম পি বলেছেন , আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে এবং শান্তিতে থাকে।৩০ জুন সকল সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । তিনি আরও বলেন , আজকের এই মেধাবী শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযােগিতা করবে । তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ । তাই শিক্ষার কোন বিকল্প নেই ।
করোনা ভাইরাসের কবলে পুরো বাংলাদেশ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে এবং অসংখ্য মানুষের মৃত্যুও হচ্ছে। করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন।
 আশা করি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য , শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার টাকা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর