ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২০-২১ অর্থ বছর এলজিএসপি-৩ এর আওতায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে ২৩ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
২৯ জুন (মঙ্গলবার) বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. অরুনাংশু দত্ত টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-জালাল, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার বর্মন, নিম্নমান সহকারী কাম- কম্পিউটার অপারেটর জাকির হোসেন, ইউপি সচিব শৈলেন চন্দ্র সেন, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের, ছাত্রী, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।
#চলনবিলের আলো / আপন