সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

ই-পেপার

বিএনপি ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়। বারবার আন্দোলনের ঘোষণা দিয়েও কেন নিজ দলের নেতাকর্মীদেরও মাঠে নামাতে পারে না বিএনপি।’ গতকাল সোমবার সকালে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
জনগণ জেগে উঠেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে।’ তিনি বলেন, বিএনপির শক্তি হলো দেশবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে যোগসাজশ করে নৈরাজ্য সৃষ্টি করা।
বিএনপি শক্তিশালী হোক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোমরভাঙ্গা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো দল সফল হতে পারে না, বিরোধী দল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর