প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর কাউকে নতুন করে ভালোবাসা সম্ভব না। এমনটাই ভেবেছিলেন ‘কাঁটা লাগা’খ্যাত ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ২০০৪ সালে ‘মিট ব্রোস’খ্যাত হরমিত সিংকে বিয়ে করেন শেফালি। ২০০৯ সালে ভেঙে যায় তাদের বিয়ে। তারপর বহুদিন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী।
২০১৪ সালে দ্বিতীয়বারের জন্য টেলিভিশন অভিনেতা পরাগ তিওয়ারিকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পাঁচ বছরের মাথায় তার সংসার ভেঙে যায়। এ নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের কাছে মুখ খোলেন শেফালি জরিওয়ালা।
অভিনেত্রী বলেন, ‘প্রথমত এটা মেনে নিতেই সমস্যা হচ্ছিল। যদিও সে সময় মা-বাবা, বন্ধুরা আমার পাশে ছিল। তাই নিজেকে সামলে নিয়েছিলাম। তারপর ভালোবাসার ওপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল। মনে হতো, আমার পক্ষে আর প্রেমে পড়াই সম্ভব নয়! বিয়ে তো অনেক দূরের কথা। যদিও সব সামলে উঠেছি।’
প্রথম বিয়ে ভেঙে যাওয়া এবং দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা শুনতে হতো শেফালিকে। আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে এখনো বিচ্ছেদের কারণ হিসেবে মেয়েদেরই দায়ী করা হয়। আর তার ওপর আপনি যদি পর্দায় ভিলেন বা বোল্ড চরিত্রে অভিনয় করেন, তাহলে তো হয়েই গেল।