গুইমারা রিজিওনের আওতাধীন খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র,রাষ্ট্রবিরোধী পোস্টার,চাঁদা আদায়ের বই সহ ইউপিডিএফ(মূল)দলের ৪জনকে আটক করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৯জুন মঙ্গলবার) গুইমারা রিজিওনের আওতাধীন বাইল্যাছড়ি সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।অভিযানে অবৈধ ১টি এলজি অস্ত্র,রাষ্ট্রবিরোধী ৩০টি অবৈধ পোস্টার,৫টি মোবাইল,১টি চাঁদা আদায়ের বই, সহ ইউপিডিএফের (মূল) দলের ০৪জন কে আটক করে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।আটককৃতরা হলেন,বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা(৫০),জুকের মারমা(১৯),উকাচিং মারমা(২৮)ও থোইচিং মারমা(২০)।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
#চলনবিলের আলো / আপন