মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লকডাউনের প্রথম দিন সোমবারে বরিশালের গৌরনদীতে গণপরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার সীমান্তবর্তী ভ‚রঘাটায় জেলা পুলিশ চেকপোষ্ট বসিয়ে সরকারি নির্দেশনার বাইরের যানবাহন ফিরিয়ে দিচ্ছেন। সকাল থেকে ভ‚রঘাটায় বাসষ্ট্যান্ড এলাকায় দেখে গেছে, হাজার হাজার সাধারন মানুষ পায়ে হেটে, কেউ আবার থ্রি-হুইলার, মোটরসাইকেল, পিকÑআপসহ অ্যাম্বুলেন্স যোগে গন্তব্য ছুটছেন। এ সব পথচারীদের স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না।
#চলনবিলের আলো / আপন