টেলিফোনে বখাটের উৎপাতের অতিষ্ট হয়ে বিষ পান করা ছাত্রী দিবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা গেছে। এঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর পরিবার থেকে বখাটের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, সম্প্রতি মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামে এক বখাটের ফোন আসে গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সুবল সরকারও যুথিকা সরকারের মেয়ে দিবা সরকার (১৫)র ফোনে। রং নাম্বারে ফোন করার কথা জানালেও বখাটে নিলয় অনবরত উৎপাত করে যাচ্ছিল টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিবাকে।
বখাটে নিলয় দিবার কথাবার্ত রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকীসহ বিভিন্ন সময়ে উৎপাত ও উত্যক্তের কারণে বিরক্ত হয়ে শনিবার সন্ধ্যায় দিবা সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে।
স্বজনরা দিবাকে উদ্ধার করে শনিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পাঁচটার দিকে দিবা মারা যায়।
পুলিশ হাসপাতাল থেকে দিবা লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-৯(২৮.৬.২১)।
এদিকে দিবার পরিবারের পক্ষ থেকে বখাটে নিলয়ের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#চলনবিলের আলো / আপন