(২৭ জুন) রবিবার সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে, ও পরবর্তীতে বাস-মিনিবাস শ্রমিকদের কথা চিন্তা করে, উপজেলা নিবার্হী অফিসার পারভেজ মল্লিক এর নির্দেশে বাসস্ট্যান্ডে চরণে,ন্যায্যমূল্যে সরকারি ভর্তুকি কৃত টি, সি, বির পন্য সামগ্রী বিক্রয় করা হয়।
সময় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন গোপালপুর বাস-মিনিবাস মালিক সমিতির কার্য়করী সভাপতি মো. রফিকুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের এর সভাপতি মো. লাল মিয়া, আরো উপস্থিত ছিলেন মো. সামিউল ইসলাম, মো. আল মাসুদ সহ অন্যান্য শ্রমিক বিন্দু ও উপকারভোগী শ্রমিক বৃন্দ।