ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় (২৭ জুন) সন্ধ্যায় ফিল্মী স্টাইলে অনামিকা দেবনাথ নামে এক ইজিবাইক যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়েছে। নান্দাইল চৌরাস্তা টু আঠারোবাড়ী রাস্তার মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্পীড ব্রেকারের স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানাগেছে, অজ্ঞাত ছিনতাইকারীরা চলমান ইজিবাইকের যাত্রীর নিকট থেকে মাটরসাইকেল যোগে ভ্যানিটি ব্যাগটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। অনামিকা দেবনাথ চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের অলিল দেবনাথের পুত্র রঞ্জন দেবনাথের স্ত্রী।
অনামিকা দেবনাথ জানান যে, “নান্দাইল চৌরাস্তা থেকে ইজিবাইকযোগে তাঁহার স্বামীর সাথে বাড়িতে যাচ্ছিলেন। এসময় উক্ত স্পীড ব্রেকারের সামনে হঠাৎই আমার ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়ে যায়। এতে ভ্যানিটি ব্যাগে থাকা ২৬ হাজার টাকা দামের এন্ড্রয়েড সেল ফোন, নগদ ৭ হাজার টাকা সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল।”
ঈদকে সামনে রেখে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা যেন না ঘটে এজন্য উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন যাত্রীসাধারন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা নথিভূক্ত হয়নি।
#চলনবিলের আলো / আপন