শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

মোংলা পোর্ট পৌরসভার ১ শো ৭৮ কোটি টাকার বাজেট ঘোষণা

এম এ হান্নান, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১, ৭:৫৩ অপরাহ্ণ

মোংলা পোর্ট পৌরসভা ২০২১-২২ অর্থবছরের জন্য  ১শো ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। ২৭ জুন রবিবার সকালে মোংলা পোর্ট পৌরসভা আয়োজিত হোটেল টাইগার মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরের অধিবেশনে এবাজেট ঘোষনা করেন মোংলা পোর্ট  পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
রবিবার সকাল ১১টায় বাজেট অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল,মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন।
বাজেট অধিবেশনে উন্মুক্ত আলোচনা অংশনেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাপা নেতা  সাংবাদিক মোঃ নূর আলম শেখ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, অধ্যক্ষ মোঃ সেলিম, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হা্ওলাদার, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মাহমুদ হাসান, এনামুল হক প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন  হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, অধ্যক্ষ আবু সাইদ খান, প্রভাষক মাহবুবুর রহমান, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা এম এ মোতালেব, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালাম, কাউন্সিলর শফিকুর রহমান, কবির হোসেন, জিএম আলামীন,শরিফুল ইসলাম, যুবলীগ নেতা শেখ আল মামুন, ইকরাম ইজারদার, উদয় শংকর বিশ্বাস প্রমূখ।
১শো ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ কোটি টাকার ঘোষিত বাজেটে উল্ল্যেখযোগ্য ব্যয় হিসেবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মানে  ১শো ৫৯ কোটি ৭ লাখ টাকা, পানি সরবরাহ খাতে  ১কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা, বৃক্ষ রোপন ও রক্ষণাবেক্ষণ খাতে ৩ লাখ ২০ হাজার, স্বাস্থ্য ও পয়প্রণালী খাতে ৩৪ লাখ টাকা, শিক্ষা খাতে ১২ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১শো ৭৭ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। ঘোষিত বাজেটে উদ্বৃত্ত থাকবে ৪৫ লাখ ৮৬ হাজার ৫০৬ কোটি টাকা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর