সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে কারেন্ট জাল বিক্রেতা আটক! অত:পর মোবাইল কোর্টে অর্থদন্ড

জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১, ৭:২২ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে থানা পুলিশ কর্তৃক কারেন্টজাল সহ তিন ব্যবসায়ীকে আটক ! অত:পর মোবাইল কোর্টে ৫হাজার টাকার অর্থাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। অর্থদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার রাধানগর প্রধানপাড়া গ্রামের তজিব উদ্দীনের পুত্র মোঃ হাকিম উদ্দীন(৫৬), মোঃ ফরহাদ হোসেনের পুত্র মোঃ লাবলু হোসেন(১৮) ও মোঃ বিলকু’র পুত্র মোঃ সুজন আলী(২৩)। শনিবার ( ২৬ জুন) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন সাথে এসআই প্রহল্লাদ রায় সহ কয়েকজন কনস্টোবলকে নিয়ে উপজেলার ফকিরগঞ্জ বাজারের দর্জিপট্টিতে আকষ্মিকভাবে উপস্থিত হয়। এতে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় প্রায় সাড়ে চারশত মিটার কারেন্ট জাল সহ উল্লেখিত তিনজন ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসেন। সংবাদ পেয়ে তাৎক্ষনিক মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান কারেন্ট জালগুলো জব্দ করেন এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ‘ক’ অপরাধে ৫(২) ধারায় আটককৃতদের বিরুদ্ধে ৫হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন। দন্ডকৃত অর্থ পরিশোধ পূর্বক তাদের মুক্তি দেয়া হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর