সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

ই-পেপার

সাতক্ষীরা সদরের মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১, ৬:৪৩ অপরাহ্ণ

সাতক্ষীরা সদরের মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন স্কুলের অবিভাবক কমিটি।

ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদরের ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর অন্তর্গত পশ্চিম মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমান আলী’র কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন, স্কুলের অবিভাবক কমিটির সদস্য মোঃ ইদ্রিস আলি সরদার।

অভিযোগ পত্রে মোঃ ইদ্রিস আলী সরদার জানান, ২০ জুন-২০২১ সকালে তিনি মোবাইলে সরকারি বরাদ্দকৃত টাকায় মালামাল ক্রয়ের বিষয় জানতে চাইলে, প্রধান শিক্ষক তাকে তোয়াক্কা না করে বলনে, ৫ জুন-২০২১ এর মিটিং এ সভাপতি কে ধুয়ে দিলাম তাই কিছু করতে পারিনি আর তুই কি, তোর অবস্থা খারাব করে দেব?রেডি থাক তোর ব্যবস্থা করছি?

এমতাবস্থায় প্রধান শিক্ষকের কাছ থেকে হুমকি পাওয়ার বিষয়টি স্কুল কমিটির সভাপতিকে জানালে তিনি ইদ্রিস আলীকে আইনের আশ্রয় নিতে বলেন।
সে পেক্ষিতে মোঃ ইদ্রিস আলী সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটা লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নেন।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন উক্ত স্কুলে আমার শিশু পুত্র লেখাপড়া করেন, শিশু সহ তার কোন ক্ষতি করে দিতে পারে, এমন আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষকের হাত থেকে রেহাই পেতে বিহিত ব্যবস্থা ও সাহায্য প্রার্থনা করছি।

উল্লেখ ৫ জুন-২০২১ অত্র স্কুল কমিটির মিটিং এ স্কুলের নামে (স্লীপ) সরকারি বরাদ্দের ২৫ হাজার টাকার বিভিন্ন মালামাল ক্রয়ের বিষয় হিসেব জানতে চাইলে ম্যানেজিংকমিটির সভাপতি সহ অনান্য সদস্য উত্তেজিত হয়ে অপমানজনক আচরণ করে স্কুল থেকে বেরিয়ে যেতে বলেন প্রধান শিক্ষক সুরমান আলী। এছাড়াও আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলে জানান গ্রামবাসী অভিভাবকগন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর