মোহনা ভিডিও নির্মিত ওয়াদুদ রঙিলা পরিচালিত ” প্রেমের পরিনয় ” সর্টফিল্মে অভিনয় করেন শেরপুরের আহসান হাবিব অপু।
এই ভিডিও চিত্র নিয়ে আহসান হাবিব অপু বলেন, আমি খুব বেশি অভিনয় করি না। তবে এই সর্টফিল্মের গল্পটি পড়ে ভালো লেগেছে । তা ছাড়া বরাবরই ভিন্নতা থাকে । প্রেমের পরিনয় গল্পে ভালোবাসায় ধমীর্য় একটা ক্রাইসিস সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পটিতে নতুনত্ব আছে বলেই আমি অভিনয় করেছি । এর পরে আমি অভিনয় জগতের সাথে লিয়াজু থাকার চেষ্টা করবো। এছাড়া আজ ২৭ জুন বিকেল ৫ ঘটিকায় প্রেমের পরিনয় সর্টফিল্মটি মুক্তি পাবে ” বি আর প্লাস ইউটিউব চ্যানেলে। আশা করছি তরুন প্রজন্মের কাছে ভালো লাগবে। আশা করছি বি আর প্লাস এর সাথে থাকবে।আর নতুন বছরে নতুন উদ্যমে কাজ করতে চাই।
#চলনবিলের আলো / আপন