শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ই-পেপার

ঈদগাঁওতে রোহিঙ্গার ভোটার, এনআইডি, জন্ম সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

জিয়াউল হক জিয়া,চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ

কক্সবাজার সদরের ঈদগাঁও বাস স্টেশনে রোহিঙ্গা ভোটার,এনআইডি,জন্ম সনদ, পাসপোর্ট বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদরের ঈদগাঁও অন্তর্গত ইসলামাবাদ ইউনিয়নে ২০০/৩০০ রোহিঙ্গা বসবাস করে আসছে দাবি করছে স্থানীয়রা। এখানে বিভিন্নভাবে অর্থের বিনিময় স্থানীয় কিছু লোকের সহযোগিতায় জন্ম সনদ, এনআইডি জাতীয়তা সনদ ও পাসপোর্ট পর্যন্ত হাতে নিয়ে ঘুরছে এসব রোহিঙ্গারা । এই অবৈধ সনদ বাতিলের দাবিতে ২৬ জুন ১০:০০টার সময় স্থানীয় সচেতন মহল মানববন্ধনে যোগদান করেন।

উক্ত মানববন্ধনে সভাপতির দায়িত্ব পালন করেন ইসলামাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশির আহমদ।
এসময় রোহিঙ্গা বিরোধী বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, নুর আহমদ আনসারী সহ স্থানীয় জনসাধারণ।

দুদকের তথ্য হলো- এসব লোক মিয়ানমারের নাগরিক হয়েও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন স্তরের ব্যক্তিদের সহযোগিতায় পেয়েছেন জাতীয়তা সনদপত্র, জন্মনিবন্ধন সনদ, ভূমিহীন প্রত্যয়নপত্র, স্কুলের প্রত্যয়ন। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন রোহিঙ্গারা। তাদের হাতে এখন স্মার্টকার্ড ও বাংলাদেশী পাসপোর্ট। সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিও করছে তারা।

দুদকের অনুসন্ধান মতে- এসব পুরাতন রোহিঙ্গারা ভুয়া নাম-ঠিকানায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোটার হয়েছেন। তারা একজন অপরজনের পরিবারের সদস্য দেখিয়ে পাসপোর্ট, এনআইডি নিয়েছেন। অবৈধ সুবিধা নিয়ে তাদের ভোটার ও পাসপোর্ট পেতে সহযোগিতা করেছেন কিছু বাংলাদেশী লোক। এসব রোহিঙ্গাদের অনেকে আবার জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনাসহ সামাজিক কার্যক্রম করছেন।

এরকম অভিযুক্ত ৭জন উল্লেখ করে তা বাতিলের সুপারিশও করেছে সরকারী অপরাধ তদন্ত সংস্থা-দুদক।

এদিকে, জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট পাইয়ে দেওয়ার অভিযোগে অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত রেকর্ডপত্র তথ্য পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের, উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে এসব সহযোগী ও রোহিঙ্গাদের ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম -২ (কক্সবাজার) এর ১৬ জুন বুধবার মামলাটি করেন। যার মামলা নং ০১।

মামলায় উল্লেখ আসামিরা হলেন (১)মোঃ জয়নাল আবেদীন অফিস সহায়ক (২) নুর আহাম্মদ অফিস সহায়ক(৩) নাইমুদ্দিন ডাটা এন্ট্রি অপারেটর (৪) ওবায়দুল্লাহ রোহিঙ্গা (৫) শামসুর রহমান সাবেক প্রধান শিক্ষক(৬) ফয়জুল্লাহ রোহিঙ্গা (৭) মাহমুদা খাতুন রোহিঙ্গা।

এছাড়া ইসলামাবাদের বিভিন্ন ওয়ার্ডে ৩শতাধিক রোহিঙ্গা বসবাস করা হচ্ছে বলে দাবি করছে জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন। এসব রোহিঙ্গারা যে জন্ম সনদ এনআইডি সহ পাসপোর্ট ব্যবহার করে আসছে উক্ত দলিলাদি বাতিলের দাবিতে ইসলামপুরের জনসাধারণ সমাবেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এ সময় রোহিঙ্গাদের জন্ম সনদ, এনআইডি পাসপোর্ট বাতিলের দাবি তুলে ধরেন ইসলামাবাদের চেয়ারম্যান নুর সিদ্দিক সহ স্থানীয় সচেতন মহল ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর