শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ই-পেপার

‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত পুশ!

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১, ৭:০৯ অপরাহ্ণ

প্যাথলজি বিভাগ থেকে অন্য গ্রুপের রক্ত সরবরাহ এবং সেই রক্ত রোগীর শরীরে পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লোকমান হোসেন নামের এক রোগী। ঘটনাটি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের।

বর্তমানে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়া লোকমান হোসেন ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মুনসুর খানের পুত্র। শনিবার সকালে রোগীর কন্যা রিয়া মনি জানান, গত ২৩ জুন তার বাবা অসুস্থ হয়ে পরলে রাতে তাকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরীক্ষা-নীরিক্ষায় তার বাবার শরীরে রক্ত শুন্যতা ধরা পরে। তাই তার রক্তের গ্রুপঅনুযায়ী ‘এ’ পজেটিভ রক্ত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত দেওয়া হয়। ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ২৪ জুন দুপুর আড়াইটার দিকে তার (রিয়া) বাবার শরীরে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত পুশ করা হয়। এ সময় তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিউ) পাঠানো হয়। বর্তমানে তার বাবা মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক জানিয়েছেন ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত শরীরে পুশ করার কারনে ওই রোগীর মানসিক সমস্যা হতে পারে। এমনকি শরীরের কোন অংশের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোগী বেঁচে থাকবেন। এ বিষয়ে হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম জানান, ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত রোগীর শরীরে পুশ করার ঘটনাটি শুনেছি। বিষয়টির খোঁজ নিয়ে দায়িত্বে অবহেলা কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর