আগৈলঝাড়া মাদকসহ এক ব্যবাসয়িকে গ্রেফতার করেছে পুলিশ, পালিয়েছে অপর ব্যবসায়ি। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি ও পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ির রিুদ্ধে মামলা দায়ের করেছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে মাদকদ্রব্য কেনা বেচার গোপন খবরে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারের স্টীল ব্রীজের পশ্চিম পাশে এসআই মো. আলী হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশী অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়িরা দৌঁড়ে পালানোর সময়ে পুলিশ ছয়গ্রাম এর বাসিন্দা মৃত শামসুল হক হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ওরফে বাবলুকে (৪০) গাঁজাসহ গ্রেফতার করে। এসময় তার সহযোগী অপর মাদক ব্যবসায়ি একই গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (২০) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় এসআই মো. আলী হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই উল্লেখিত দুই জনক আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১৪(২৫.৬.২১)। গ্রেফতারকৃত বাবুলকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন