নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউনও ব্যর্থ হবে এখন তো করোনামৃত্যু হচ্ছে, এবার শাটডাউনে নিরন্নমৃত্যু হবে। এই অযাচিত মৃত্যু থামাতে অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউন চাপিয়ে দেয়ার চেষ্টা বন্ধ করুন। ২৫ জুন শুক্রবার বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শাটডাউন-লকডাউনে নিরন্নতা থেকে মুক্তি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া আহমেদ চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন, মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এসময় বলেন, সাধারণ মানুষের নূন আনতে পান্তা ফুরানোর সময় একের পর এক নাটকিয় এই লকডাউন-শাটডাউন চায় না। তারা পরিকল্পিতভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য-অর্থ ও সহায়তা চায়। আর তা দিতে ব্যর্থ হলে লকডাউনের মত শাটডাউনও কেউ মানবে না।
#চলনবিলের আলো / আপন