চলো যাই যুুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং সবাই মিলে বাল্যবিবাহ বন্ধ করি, সুুখি সমৃদ্ধ দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা কতৃিক প্রতিটি ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাল্যবিবাহ ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলামের পরিচালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান উপজেলা পরিষদ তাড়াশ। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতির পদ অলংকৃত করেন জনাব মোঃ মেজবাউল করিম, উপজেলা নির্র্বাহী অফিসার তাড়াশ। অনুষ্ঠানের ভেনু্যু ছিলো কাঁস্তা সরঃ প্রাথমিক বিদ্যালয় হল রুম। উক্ত অনুষ্ঠানে দেশীগ্রাম ইউপি ও মাধাই নগর ইউপির চেয়ারম্যান মেম্বার ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাধই নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি তার বক্তবে বলেন শুুধু প্রশাসন দিয়ে বাল্যবিবাহ ও মাদক নিরমূল করা যাবে না নিজেদের সচেতন হতে হবে আত্নীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে সচেতন করতে হবে। ছেলে মেয়ে কোথায় কি করে তার খোাঁজ খবর রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুুল কুদ্দুস, চেয়ারম্যান ৮নং দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সেরাত আলী চেয়ারম্যান ৭নং মাধাই নগর ইউপি মোঃ হাফিজুর রহমান প্রধান শিক্ষক কাঁস্তা সরঃ প্রাঃ বিদ্যালয় সচীব ফরিদুুল হক বাসুদেব ঘোষ।
#চলনবিলের আলো / আপন