সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

ই-পেপার

জামালপুরের সরিষাবাড়ীতে একই পরিবারের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ৪

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৪:০২ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৩ জুন ভোরে পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার চারজন হলেন – শিপন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার শিলা, মেয়ে আখি আক্তার ও জামাতা আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে তারা আন্তঃজেলা মাদক ব্যবসার সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামালপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন সিন্ডিকেটের সক্রিয় অন্যতম সদস্য একই পরিবারের ওই চারজন। এদের বিরুদ্ধে ১৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদক ব্যবসায়ীর প্রধান শিপন মিয়া মাদক ব্যবসা করে দু’তলা বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। এ বাড়িতে ২৩ জুন ভোরে মাদক কেনাবেচা হচ্ছে এ গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের ডাকের তাৎক্ষণিক সাড়া না দিয়ে দেড় ঘন্টা পর দরজা খুলে দেয়। এ সময় তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি  রফিকুল হক এ প্রতিবেদককে জানান, আন্তঃজেলা মাদক কারবারীর চার সদস্যকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর