বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীর উপহার সিরাজগঞ্জ তাড়াশে পাকা ঘর হস্তন্তারে পাচ্ছে ৭০ গৃহহীন পরিবার 

মুন্না হুসাইন(ভ্রাম‍্যমান)প্রতিনিধিঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ৬:৪১ অপরাহ্ণ

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় ৭০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি। চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে সবুজ টিনের ছাউনি।
সিরাজগঞ্জ তাড়াশ  আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৭০টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরগুলো নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ ৮০ হাজার টাকা।
বাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে সবুজ রংঙের টিন দুই রুমবিশিষ্ট বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লেট। বাড়িগুলোর নির্মাণকাজ প্রায় শেষ। রং ও দরজা জানালার কাজও শেষ বিদ্যুতায়ন করা হয়েছে আশ্রায়ন প্রকল্প।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় এই আশ্রায়ন প্রকল্প উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এই কার্যক্রমকে সফল করতে স্থানীয় প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করেছেন। উপজেলার নির্রবাহ কর্মকর্তা মেজবাউল বলেন, ঘরগুলো নির্মাণ কাজের শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে দেখভাল করছেন। কাজের যেন কোনো অনিয়ম না হয় সেই দিকে তিনি সব সময় নজর রাখছেন।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি খাস জমির ওপর গৃহনির্মাণ করে জমির দলিলসহ ৭০ উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়। এসময় তাড়াশ উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সহকারি কমিশনার ভুমি মোঃ ওবায়দল্লাহ,উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পদক সঞ্জিত কর্মকার,বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক,উপজেলার ভাইস চেয়ারম‍্যান আনোয়ার হোসেন  খাঁ,তালম ইউপি চেয়ারম‍্যান আব্বাসুজামান, বারুহাস চেয়ারম‍্যান মক্তার হোসেন মুক্তা,মাগুড়াবিনোদ চয়ারম‍্যান আতিকুল ইসলাম বুলবুল, সদর চেয়ারম‍্যান বাবুল শেখ, তাড়াশ থানার ওসি ফজলে আশিক,উপজেলা প্রকল্পে বাস্তবায়নে কর্মকার নুর, মামুন, প্রমুখ।

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। উপজেলায় ৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর। খুব দ্রুতই নির্মাণ কাজ শেষ করেছে ঘর গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর