সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে আনন্দ মিছিলে বোমা হামলায় নিহত-১

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১, ৮:০৭ অপরাহ্ণ

ভোটের ফলাফল ঘোষণার পর পরই বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালিয়েছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন গুরুত্বর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র সংলগ্ন রাস্তায়। নিহত আবু বক্কর ফকির (২৫) খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র ও বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন মৃধার সমর্থক। হামলাকারীরা পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থক। বোমা হামলায় আহত খাঞ্জাপুর গ্রামের আলী হাওলাদারের পুত্র রকিব হাওলাদারকে (২২) উপজেলা ও অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর