আজ ২০ জুন রোববার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি উপস্থিতিতে চলবে বিচারকার্য। মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে পরিস্থিতি বিবেচানায় দেশে লকডাইন ঘোষণা করা হয়। ফলে উচ্চ আদালতসহ অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়াল উপস্থিস্তিতে বিচারকার্য চালু রাখা হয়। পর্যায়ক্রমে আদালত সংখ্যা বাড়ানো হয়। করোনা সংক্রমণ মোকাবেলায় এখনো দেশে বিধিনিষেধ জারি আছে। এ পরিস্থিতিতে ভার্চুয়াল উপস্থিতিতেই আজ রোববার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে বিচারকার্য শুরু হচ্ছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এ সংক্রাস্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আজ ২০ জুন সকাল সাড়ে ১০টা থেকে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন