দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থীর বিরোধীতা করে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা এবং দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
শনিবার রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, বহিস্কৃতরা হলো হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ, ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার। মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, সদস্য মজিবুর রহমান শরীফ, ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ আলী। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজেম আলী হাওলাদার। বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম (ইতালী শহিল)। বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাছের আহম্মদ বাচ্চু, গারুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার। বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়মী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য মনির খান, ইসমাইল বেপারী ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রব বেপারী।
#চলনবিলের আলো / আপন