আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মীসভা জনসভায় পরিনত হয়েছিলো।
দিনভরের গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার বিকেলে আগরপুর হাইস্কুল মাঠে কর্মীসভায় অংশগ্রহণের জন্য নয়টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী সরদার তারিকুল ইসলাম তারেক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুকিতুর রহমান কিসলু, ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচএম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল চিশতী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ৭১ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার প্রমুখ। জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমআর বাদল বিশ্বাসের সঞ্চালনায় বিকেলে শুরু হওয়া কর্মীসভা চলে সন্ধ্যা পর্যন্ত। বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ জুন নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলের প্রতি জোর আহবান জানান।
#চলনবিলের আলো / আপন