আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
স্থানীয় সরকার আইনের ৩১ নং বিধি অনুযায়ী জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ নান্নুু কবিরাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে স্বাক্ষরিত এক আদেশে বরখাস্তের আদেশ জারী করা হয়।
বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারি ও স্থানীয় একটি মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম আলাউদ্দিনকে শারীরিক নির্যাতন করে জুতার মালা পরানোর সময় গ্রাম পুলিশ নান্নু কবিরাজ ঘটনাস্থলে উপস্থিত থেকে চেয়ারম্যানকে সহযোগিতা করেন। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে যার প্রমান মিলেছে।
এছাড়াও তিনি (গ্রামপুলিশ) মসজিদের ইমামকে লাঞ্ছিত করার মামলায় কারাভোগের কারনে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই কারাভোগের দিন থেকে মামলা পরিসমাপ্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।উল্লেখ্য, একই মামলায় জড়িত প্রধান আসামি কারাগারে থাকা ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়েছে।