ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী দোলন দে অভিনয় করছেন ‘মেডেল’ শিরোনামের ৭ পর্বের একটি ধারাবাহিকে। রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে মোশাররফ করিম-দোলন ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সারিকা সাবরিন, শাহাদাৎ হোসেন, জুঁই করিম, কচি খন্দকার, মোশাররফ হোসেন, শেলী আহসান, লিজা খানম, মুকুল সিরাজসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে পরিচালক রায়হান খান বলেন, ‘মেডেল’-এর গল্প বেশ মজার। পাশাপাশি এতে একটি সামাজিক বার্তাও রয়েছে। দীর্ঘদিন পরে এমন একটি নাটক নির্মাণ করতে পেরে ভালো লাগছে। নাটকটি নিয়ে আমরা আশাবাদী, অনেক যত্ন নিয়ে তৈরি করছি। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে।